হত্যা মামলার চার্জশিটে নাম এসেছে জামালপুরের ইউপি চেয়ারম্যান শাহজাহানের। সরকারি নীতিমালায় সাসপেনশনের কথা থাকলেও বহাল তবিয়তে আছেন তিনি।
এটিকে স্থানীয় প্রশাসনের গাফিলতি বলছেন আইনজীবীরা। আর প্রশাসন বলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে মামলার বাদী ও সাক্ষীদের নানা ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।