ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে জীবন দানকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ স্পস্তবক অর্পণ করেন তারা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকষ দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় শহীদদের সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।