সাদিকুল ইসলাম সাদিক নীলফামারী জেলা প্রতিনিধিঃ সৈয়দপুরে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ২১ সংবাদকর্মীদের হাতে পিপিই তুলে দিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারমান মো. মোখছেদুল মোমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার কার্যালয়ে ওইসব পিপিই এবং হ্যান্ড গ্লাভস বিতরন করেন। নিজস্ব অর্থায়নে সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল ও সাধারন সম্পাদক এম এ করিম মিস্টারের হাতে সংবাদকর্মীদের জন্য পণ্যগুলো তুলে দেন রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারন সম্পাদক মোখছেদুল মোমিন।এ সময় সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের দুঃস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী উদ্বোধন করেন শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন। তিনি সংবাদকর্মীদের জানান, শ্রমিক লীগের উদ্যোগে উপজেলার দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, সাবান, কাপড় কাঁচা পাউডার।বিতরনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অতিরিক্ত সাধারন সম্পাদক সালেহ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মেরাজ, সাংগঠনিক সম্পাদক আলো আকন্দ, প্রচার সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন ও সহ দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ