সাদিকুল ইসলাম সাদিক, নীলফামারী জেলা প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে নীলফামারীর সৈয়দপুরে সাঈদ হোসেন (৩৩) নামের এক স্বর্ন ব্যবসায়ী মারা গেছে।
আজ রোববার বিকেলে নিজ বাড়িতে মারা যান তিনি। তিনি সৈয়দপুরের নয়াটোলা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। কয়েকদিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন সাঈদ।
গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এখনো নমুনার ফলাফল পাওয়া যায়নি। আজ বিকেল তিনটার দিকে মারা যান তিনি। সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক উপজেলা দাফন কমিটির মাধ্যমে তাকে দাফন করা হবে।