মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ আক্রান্ত ১২ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ৫৬ জন।
এদের মধ্যে খোকন চন্দ্র দাস(৪৫) নামে একজন মারা গেছেন, মোট মারা গেছেন ২ জন। বুধবার বিকালে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান উপজেলা পরিষদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার বিকালে আসা রিপোর্টে এ তথ্য নিশ্চিত হওয়ার পর জনস্বার্থে উপজেলা পরিষদ লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।