ফোয়াদ মনি,সুনামগঞ্জ প্রতিনিধি: আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থার নারীদের অংশগ্রহণে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকট শামীমা শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন নাহার রুমা প্রমুখ।