এর আগে, সদর দপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন তিনি। সেইসাথে সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মহাপরিচালক। করোনার কারণে এবার বিশেষ দরবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ভার্চুয়াল পদ্ধতিতে মহাপরিচালকের সাথে দেশের সব প্রান্ত থেকে যুক্ত হবেন বিজিবি সদস্যরা।
দরবার শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার দেয়ার কথা রয়েছে।