মোঃ রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত মোট ১৫ জন পুলিশ। করোনাভাইরাসে আক্রান্ত এদের মধ্যে একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। আক্রান্তদের মধ্যে একজন ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট, চারজন সাব-ইন্সপেক্টর বাকি ৯ জন কনস্টেবলসহ মোট ১৫ জন পুলিশ।
থানার সূত্র মতে করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত মোট ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।