এনাম রহমান, সিলেট জেলা প্রতিনিধি: প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট বিয়ানীবাজার পৌরশহরে দিন দিন মাদক ব্যবসায়ীদের নিরাপদ জোন হয়ে গেছে। বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ মঙ্গলবার (১৫ জুন ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৯,
এ সময় বিয়ানীবাজার থানার টিকরপাড়া বাজার থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাসেল আহম্মদ (৩০) কে ৯০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ সময় র্যাব ১টি প্রাইভেট কার, ১টি পিকআপ গাড়ি ও ১ টি মোবাইল উদ্ধার ও জব্দ করে।
সিলেট যুবসমাজ ধংশের জন্য দায়ী এসব মাদক ব্যবসায়ীরা, পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করে বিয়ানিবাজার থানায়।