সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই সন্তানের জননী গৃহবধুর চুল কর্তনের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এঘটনায় আগামী বুধবারের মধ্যে সিরাজগঞ্জের ডিসি,এসপি ও উল্লাপাড়ার থানার ওসির যোগাযোগ করে সংশ্লিষ্ট কোর্টের ডেপুর্টি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে তা জানাতে বলা হয়েছে।
আজ (৮ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে এ আদেশ দেন।
আর এ বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট ইশরাত হাসান।