মোঃ আলমগীর, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিজ্ঞান কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী তানিয়া (১৭) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর শহরের প্রিয়তমা হলের সামনে পূবালী বাংকের ৫ তলা থেকে ঝাপ দিয়ে আত্ন হত্যা করে।
নিহত তানিয়া বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের প্রফেসর আব্দুর সাত্তারের মেয়ে এবং সে উপজেলার বিজ্ঞান কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দাস বলেন, মেয়েটি পূবালী ব্যাংকের ৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
তবে কি জন্য আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে কাল ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পর সঠিক কারন জানা যাবে।