রানা আবির নাহা, চট্টগ্রাম সদর উপজেলা প্রতিনিধি: চট্টগ্রাম বন্দর ট্রাফিক বিভাগের উদ্যোগে করোনা মোকাবেলায় পরিবহনে শতভাগ স্বাস্থ্যবিধি কার্যকরে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার বিকেলে নগরীর কাষ্টমস মোড়ে বন্দর ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার শাকিলা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এই সময় সরকারী বিধি নিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই ও মাক্স বিহিন যাত্রী বহনের দায়ে
পরিবহন চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়।
এই সময় বন্দর বন্দর ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার শাকিলা আক্তার বলেন, সরকার নির্ধারিত প্রজ্ঞাপন অনুযায়ী
করোনা সংক্রমন ঠেকাতে পরিবহনে অতিরিক্ত যাত্রী বোঝাই ও মাক্স বিহীন অবস্থায় গাড়িতে উঠার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কিন্তু অনেক চালক এই বিধি নিষেধের তোয়াক্কা না করে যাত্রী বোঝাই করছে। তাই আজ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় এই অভিযান অব্যাহত থাকবে।