মোঃ আহছান উল্যাহ, ফেনী প্রতিনিধিঃ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা পরশুরাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী চির নিদ্রায় শায়িত হলেন।
সোমবার (২৭ জুলাই) সকালে পরশুরাম পৌরসভার গুথুমায় দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বড় ছেলে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছাড়াও সাবেক স্বরাষ্ট্র সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বক্তব্য রাখেন।
জানাযায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করেন । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়,শেষে চৌধুরী বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রবিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।