জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ- সারিয়াকান্দিতে নারচী ইউনিয়নের নারচী নেউরগাছা গ্রামে পুকুরে বিষ প্রয়োগ কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার মাছ ক্ষতি সাধন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, নারচী নেউরগাছা গ্রামের আবু হাসান মানিক প্রামানিকের ছেলে বায়েজিদ হাসান বেনজির দীর্ঘ ৭ বছর ধরে ৫ টি পুকুরে বিভিন্ন জাতের মৎস চাষ করে আসছে। এলাকায় সে একজন সফল মৎস চাষী হিসাবে পরিচিত।
গত শুক্রবার দিবাগত রাতে দুই বিঘা আয়তনের মাছভড়া একটি পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। পর দিন সকাল বেলা পুকুর জুড়ে বিভিন্ন প্রজাতীর মরা মাছ ভেসে উঠতে থাকে। এ দৃশ্য দেখে বাবা মানিক ও ছেলে বায়েজিদ দিশাহারা হয়ে পরে। প্রতিবেশি বেলাল হোসেন জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। উপজেলা মৎস অফিসার গোলাম মোরশেদ বলেন, পুকুরে বিষ প্রয়োগ করা মৎস চাষীর বুকে ছুড়ি মারার শামিল। দোষীদের খুজে বের করে অইনের আওতায় আনতে হবে।