সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন, ১৯৫ টি ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গ্রেফতার রা হলো, কবির হোসেন (৪১), ইউসুফ (২৮)ও মোঃ রনি (২৪)। বৃহস্পতিবার র্যাব-৪ এর সিনিয়র পুলিশ সুপার মো:সাজেদুল ইসলাম সজল নিশ্চিত করে জানান, বুধবার রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন, ১৯৫ টি ইয়াবা এবং ২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য (হেরোইন ও ইয়াবা) ক্রয় পূর্বক মজুদ করে মোবাইলে যোগাযোগের মাধ্যমে সাভার এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে আসছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।