বাবুল আহমেদ, সাভার প্রতিনিধি: সাভারে ৩৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪, সিপিসি-২ এর অভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর এএসপি রিফাত বাশার তালুকদার জানান, শনিবার (১৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাস ষ্ট্যান্ডে আরএস টাওয়ার এর সামনে চেকপোষ্ট বসিয়ে হাই- ট্রাভেলস বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, দিনাজপুর জেলার মোঃ সোহেল রানা (৩২) ও মোঃ মাসুদ মোল্লা। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেক পোস্ট বসিয়ে হাই- ট্রাভেলস বাসে তল্লাশি চালানো হয়।
বাসের সিটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই ক্যারেটে মোট ৩৩৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহণে অভিনব কায়দায় মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।