গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি “হাসবে মানবতা জিতবে দেশ,গড়বো মোরা সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন সাপাহার মাঊন ক্লাবের সদস্যরা মানব সেবায় ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে ৬শতাধীক টিশার্ট বিতরণ করেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নে দিনমুজুর, রিকসা চালক, ভ্যান চালক সহ বিভিন্ন পেশার নিম্ম আয়ের ৬শতাধীক মানুষদের মাঝে টিশার্টের পিছনে জনসচেতনামুলক বাণী সংবলিত অবস্থায় বিতরণ করেন সামাজিক সংগঠন মাউন ক্লাবের সদস্যরা।
এসময় ক্লাবের উদীয়মান তরুণ যুবকরা ইউনিয়নে ইউনিয়নে গিয়ে নিম্ন আয়ের মানুষদের শরীরে টিশার্ট পরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটায়। টিশার্ট গুলোতে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বাণী, পারিবারিক সম্পর্ক অটুট রাখুন,মা বাবার সেবা করুন, যানবাহন চালানো কিনবা রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, মাদককে না বলুন এরকম অসংখ্য বাণী সংবলিত টিশার্ট বিতরণ করা হয়।