করোনা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি।
র্যাব জানায়, পরিচয় আড়াল করতে, চুল ছোট ও রঙ পরিবর্তন করে, সাহেদ। বোরকা পরে নৌকায় ইছামতি নদী পাড়ি দেয়ার চেষ্টা করে।