একই সাথে মামলা সংশ্লিষ্ট নথি আসামিপক্ষের আইনজীবীদের সরবরাহে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত এ নির্দেশ দেন। শুনানিতে উপস্থিত ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী।
ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালে এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় দুদক।