পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও বেসরকারী টেলিভিশন গাজি টিভির কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার সন্ধ্যায় প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসী হামলা চালায় সোহাগ আকনসহ সন্ত্রাসীরা।
আগামী ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা বলেন অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে।