বাগেরহাটে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর নির্মম নির্যাতন ও মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলার শরণখোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্তরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন,সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বাবুল দাস, শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক মালেক রেজা, শরণখোলা উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, উপজেলা কৃষক লীগের আহবায়ক এম ওয়াদুদ আকন, আওয়ামী লীগ নেতা রায়হান উদ্দিন শান্ত, তাইজুল ইসলাম সরদার, ছাত্রলীগ নেতা জিয়াউল হাচান তেনজিন, তাইজুল ইসলাম মিরাজ প্রমুখ। বক্তারা ডিসি সুলতানা পারভিন ও তার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য গত ১৪-ই মার্চ রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে ধরে নিয়ে ওই জেলার ডিসি সুলতানা পারভিনের নেতৃত্বে অমানুষিক নির্যাতন ও মামলা দায়ের করেন।