কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পৌষের কনকনে হিমেল হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রকৃতির এই আচরণে কাবু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ। দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারি বিভিন্ন জেলায় তীব্র শীতে নাকাল জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিন্ম আয়ের মানুষসহ ছিন্নমূল মানুষ। কাজের সন্ধানে বেরিয়েও কাজ না পেয়ে অলস সময় পার করছেন অনেকে। উষ্ণতা পেতে খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবী মানুষ। প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী ২৪ ঘন্টা দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে শীতের তীব্রতা কমে আসবে বলে জানানো হয়।
শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন
দ্বারা
emam baki