শান্তিনিকেতনে ব্যবসায়ী শাহ্ মোঃ তোবারক হোসেন হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে অংশ নেয়া ৫ জনকে গ্রেফতার করেছে। গত ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো: গোলাম রাব্বী, মো: বাবুল প্রধান ওরফে বাবু, মো: সোহেল প্রধান, মো: ইমন হোসেন ওরফে হাসান, মো: আলামিন খন্দকার ওরফে রিহান। এসময় তাদের কাছ থেকে নগদ ২,৪২,০০০ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ভোরে নিজ ফ্ল্যাটে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা মহাখালী মামা প্লাজার মালিক ব্যবসায়ি শাহ মো: তোবারক ও তার কর্মচারী মো: সাইফুল ইসলামকে আহত করে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা ৩টি চাকু, খেলনা পিস্তল (লাইটার) এর দুটি কাভার, রক্তমাখা স্কচটেপ, রক্তমাখা দড়ি ও একটি শাবল উদ্ধার করে।