শুভ ঘোষ,মুন্সীগঞ্জ প্রতনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মানাধীন থানা ভবনের ছাদ ধসে মুন্না (১৮) নামের এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। নিহত মুন্না নাটোর জেলার সিংরা উপজের কইগ্রামের সিরাজ প্রমানিকের পুত্র। এছাড়াও এ দূর্ঘটনায় আহত হয়েছে এক নারী সহ আরো ৫জন ।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কার হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ নির্মানাধীন থানাভবনে দক্ষিণ দিকে একটি অংশের ছাঁদ ধসে পরে। এসময় নির্মান কাজ ৬৭জন শ্রমিক কাজ করছিলো।
এ সময় ঘটনাস্থলেই মুন্না ছাঁদের একটি অংশ চাপা পরে নিহত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে নামে। ঘন্টাব্যাপি অভিযানে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিহত ও আহত সবার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কইগ্রামে। নিহত মুন্নার লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের চিকিসাৎ চলমান আছে।