সাজেদুর রহমান, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর মমিনপুর ঝাপড়া বটগাছ তলা নিচে পদ্মা নদী থেকে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লালপুর থানা পুলিশের এসআই খাইরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (০৩ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মমিনপুর ঝাপড়া বটতলার দক্ষিণ পাশে মৃত নুর মোহাম্মদ প্রামানিকের ছেলে ঈদবার আলীর ইটভাটার নিচে পদ্মা নদীর শাখা নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সের অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে খবর দেন। লালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে, থানায় নিয়ে এসেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। সঠিক তথ্য নির্ণয় করতে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।