নুরুল আমিন দুলাল ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কমলনগর ও রামগতি ১৫ জুন এবং সদর, রামগঞ্জ ও রায়পুর ১৬ জুন ভোর ৬টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পাঁচটি উপজেলায় আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে এর মধ্যে করোনা বেশী আক্রান্তের ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে রেড, ইয়েলো এবং সবুজ জোনে ভাগ করা হবে।
গত কয়েকদিন থেকে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুনরায় এ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার বিকেলে সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুজ্জামান ভূঁইয়া নিশ্চিত করেছেন।
এ ছাড়া রেড জোনের আওতায় কোনো প্রকার যানবাহন চলাচল এবং দোকানপাট খোলা থাকবে না এবং ঘর থেকেও বের হতে পারবে না বলে সিভিল সার্জন জানান। সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার আরো জানান, রোববার নতুন করে আরো ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৭ জন, মারা গেছেন ৮ জন।
তিনি জানান, লকডাউনের আওতাধীন আন্তঃউপজেলা, পৌরসভা, আন্তঃইউনিয়নের সব ধরনের যানবাহন ও দোকান, হাট-বাজার, শপিংমল বন্ধ থাকবে। জোন বিশেষ ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।