রফিকুল ইসলাম, রাজিবপুর প্রতিনিধি: বিচারের রায় এক বছর আগে হয়ে গেলেও ভুক্তভোগী টাকা পায়নি এখনো, উল্লেখিত ঘটনায় উলিপুর উপজেলা সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের মোঃ জালাল উদ্দীন,
পিতাঃ মৃত্যু আঃ আলী এর নিকট থেকে তার ছেলের বিদেশে যাওয়া ব্যাপারে ৪৫ হাজার টাকা নিয়েছেন রৌমারী উপজেলা চর শৌলমারী ইউনিয়নের মসালের চর গ্রামের মোঃ জলিল (পিতাঃ সংশের আলী)। জাল ভিসা দেয়ার জন্য কারণে জালাল উদ্দীন বাদী হয়ে ১১ এপ্রিল ২০১৯ তারিখে চর শৌলমারী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার দায়ের করেন।
পরে ২০ এপ্রিল ২০১৯ তারিখে চর শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক মন্ডল, নুর হোসেন মেম্বার, শুকুর মাহমুদ মেম্বার, আবুল হোসেন এবং বাদী বিবাদীর উপস্থিতে ১৫ দিনের মধ্যে বাকি ৪৩ হাজার টাকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাদী পক্ষের নিকট দেবার সিদ্ধান্ত নেয়। ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর হোসেন বলেন,
প্রথম দিকে আমি এটার সাথে যুক্ত থাকলেও পরে যুবলীগ নেতা আলমগীর হোসেন মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। বিবাদী জলিল বলেন,”এটার তো বিচার হয়ে গেছে অনেক আগে আর আমি ৩৫ হাজার টাকা আলমগীর ও জয়নাল আবেদীন দিয়ে দিয়েছি” আলমগীর হোসেন বলেন, ” আমরা টাকা পেয়েছি, তবে টাকা গুলো আমি এবং জয়নাল আবেদীন সহ চেয়ারম্যান এর নিকট টাকা গুলো দিয়েছি
এ বিষয়ে চর শৌলমারী ইউনিয়ন চেয়ারম্যান কে,এম ফজলুল হক মন্ডল এর নিকট জানতে চাইলে তিনি বলেন,” জালালউদ্দিন আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ দেরকে নিয়ে আমরা বসে একটা সিদ্ধান্ত নেয়া হয়েছিল
জালাল উদ্দিন কে ৪৩ হাজার টাকা জলিল এর কাছ থেকে নিয়ে দেওয়া হবে তখন বাদী-বিবাদী উপস্থিত ছিলেন, আলমগীর আমার কাছে কোন টাকা দেয় নাই, সামনে ইউপি নির্বাচন আমার নির্বাচনীয় মাঠ খারাপ করার জন্যই এমন মিথ্যা অভিযোগ তুলেছেন।