রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাবিয়া আক্তার সীমান্ত।
ভারোত্তলনে নারী বিভাগের ৬৪ কজি ওজন শ্রেনীতে ১০৫ কেজি ওজন তুলেছেন এস এ গেমসে ডাবল স্বর্ণ জয়ী এ অ্যাথলেট।
স্ন্যাচে ৮০ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি উঠিয়ে দু ক্যাটাগরিতেই জাতীয় রেকর্ড গড়েছেন তিনি।
২০১৮ আন্ত:বাহিনী অ্যাথলেটিক্সে ১০৩ কেজি উঠিয়ে ছিলেন আনসারের আইকন অ্যাথলেট।
মাবিয়ার চেয়ে প্রায় পঞ্চাশ কেজি কম তোলে এই ইভেন্টে রৌপ্য জিতেছেন মিলা আক্তার।
আর তৃতীয় অবস্থানে থেকে আসর শেষ করেছেন লাবনী আক্তার।