এম এইচ বিজয়, রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চি করেন। এ উপজেলায় বর্তমানের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৫ জন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ১৩১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে মোট করোনা ভাইরাস পজিটিভ এসেছে ১৫৫ টি।
আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ২ জন পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।