রাভিনা ট্যান্ডনসহ তিন জনের বিরুদ্ধে মামলা! দ্বারা rasel parvez - ডিসেম্বর ২৭, ২০১৯ Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin Email Print Viber LINE বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। খবর এনডিটিভি’র। প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের অমৃতসরের আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জাফরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ওই মামলাটি দায়ের হয়। এ সময় টেলিভিশন অনুষ্ঠানের একটি ফুটেজও জমা দেওয়া হয়েছে। ফুটেজটি বড়দিনের আগের সন্ধ্যায় সম্প্রচারিত হয়েছিল। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অমৃতসরের রুরাল সহকারী পুলিশ সুপার (এসএসপি) বিক্রম জিৎ দুগ্গাল বলেন, আমরা তিনজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। এটি নিয়ে তদন্ত চলছে।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের অমৃতসরের আজনালা ব্লকের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু জাফরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ওই মামলাটি দায়ের হয়। এ সময় টেলিভিশন অনুষ্ঠানের একটি ফুটেজও জমা দেওয়া হয়েছে। ফুটেজটি বড়দিনের আগের সন্ধ্যায় সম্প্রচারিত হয়েছিল। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। অমৃতসরের আজনালা থানায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অমৃতসরের রুরাল সহকারী পুলিশ সুপার (এসএসপি) বিক্রম জিৎ দুগ্গাল বলেন, আমরা তিনজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। এটি নিয়ে তদন্ত চলছে।