ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ইরানের কাছে নতিস্বীকার করতে বাধ্য হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে এক ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক তারা ইরানি জনগণের দাবির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বরে। তবে এবারও কি ট্রাম্প থাকবে নাকি তার স্থানে অন্য কেউ আসবে এই নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা।
অন্যদিকে আগামী ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচিত হলে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০১৫ সালে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে এই সমঝোতা স্বাক্ষরিত হয় তখন জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।