জসিম উদ্দিন, বেনাপোল : ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ২রা মার্চ সোমবার সকাল ১০টার সময় জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোটার স্মার্ট কার্ড প্রদান,বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয়ের আয়োজনে র্যালিটি শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন শার্শা উপজেলার চেয়ার ম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ,উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল,ভূমি কমিশনার খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দসহ আরো অনেকে।
র্যালি শেষে শার্শা উপজেলার নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গনমাধ্যম কর্মিদের মাঝে বহুল কাঙ্খিত ভোটার স্মার্টকার্ড প্রদান করা হয়।