আক্তার হোসেন,কেশবপুর(যশোর)প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের নামে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দ্দেশে উপ-পরিদর্শক নাসিরুল হক খাঁন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বাউশলা গ্রামে মৃত তাইজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে টাওয়ার রাজ্জাকের (৩৫) ও একই গ্রামের রুহুল আমিনকে (৩০) গ্রেফতার করে।
এ সময় ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে টাওয়ার রাজ্জাকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।