রাজশাহীর মোহনপুরে শতফুল স্কুলের ২য় প্রতিষ্ঠা এবং পল্লী কবি জসীম উদ্দীনের ১১৭তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব বদিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ডঃ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন এনজিও শতফুলের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা, সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার ও স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা।