মেয়র নির্বাচিত হলে কোনো বস্তি উচ্ছেদ করবে না সিটি করপোরেশন বলে জানিয়েছেন বিএনপির মনোনিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ঢাকাবাসীর নিরাপত্তা ও আবাসন ব্যবস্থার দিকে বিশেষ নজর দেবো বলেও জানান তাবিথ।
শনিবার (২৫ জানুয়ারি) মিরপুরের চলন্তিকা বস্তির সামনে পথসভায় বিএনপির ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল এমন প্রতিশ্রুতি দেন।
রাজধানীর বস্তিবাসীদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে তাবিথ বলেন বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তাদের পুনর্বাসন করবো।
এছাড়া তার ওপর হামলার ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ায় ইসির প্রতি আবারও অনাস্থা দেখান বিএনপির মেয়রপ্রার্থী।