মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৭টি ফ্যাক্টরি থেকে ১৪ কোটি টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, অভিযান শেষে ৭০ লাখ মিটার কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়। উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক সুনীল মন্ডল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন।