মুজিববর্ষ উদযাপনের নামে যেন ক্ষমতার দাপট ও চাঁদাবাজি না হয়, সে বিষয়ে সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (০৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
পোস্টার, ব্যানার বিলবোর্ডে যেন আত্মপ্রচার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানান ওবায়দুল কাদের ,
কোন অনিয়ম সহ্য করা হবে না বলেও নেতা-কর্মীদের সতর্ক করে দেন তিনি।
দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা জরুরী বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।