আমিরুল কবির সুজন, মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে পিকঅাপ ভ্যানের ধাক্কায় ২ কৃষকের মৃত্যু হয়েছে। অাজ বুধবার সকাল ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চেংমারী ইউনিয়নের অাকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের অাবু তালেবের ছেলে মুকুল মিয়া (২৫)। মিঠাপুকুর থানার ওসি জাফর অালী বিশ্বাস বলেন, বাড়ি থেকে তারা অটো ব্যাটরী চালিত রিক্সা ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা সদরে অাসছিলেন।
পথিমধ্যে গড়ের মাথা নামকস্থানে মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকঅাপ রিক্সাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।