মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানয়েছে পুলিশ।
বায়তুল মোকাররমের সামনে হেফাজতের হামলার ঘটনায় মামলায় মামুনুল হকসহ আসামিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
রাজধানীর পল্টন থানার এই মামলার বিষয়ে মতিঝিল বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম এ কথা জানান।
এই হামলায় যেই জড়িত থাক না কেন প্রমাণ পেলে কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে মোদি বিরোধী বিক্ষোভে বায়তুল মোকাররমে নামাজ শেষে সংঘর্ষে জড়ায় হেফাজতে ইসলাম।
এই সংঘর্ষে ঘটনায় আহত হন সাংবাদিক, পুলিশসহ অর্ধশতাধিক সাধারণ মুসল্লিরা।
এ ঘটনা পুলিশ মামলা করলেও সোমবার রাতে পল্টন থানায় হেফাজত নেতা মামুনুলহকসহ ১৭ জনের বিরুদ্ধে পল্টন থানায় আরেকটি মামলা করেন একজন ব্যবসায়ী।
তার অভিযোগ ওই দিন তাকে পিটিয়ে আহত করা হয়।
মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।