ওমর আলী বাবু, জয়পুরহাট প্রতিনিধিঃ মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জয়পুরহাটে হিজড়া সম্প্রদায়ের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রায় ২শ জন হিজড়াদের মাঝে ১ কাটুন করে বিস্কুট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রধান নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার , কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পবন ইসলাম,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বাধন,কামরাঙ্গীরচর থানার সাধারণ সম্পাদক মোবারক হোসেন শুভ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক ইমরান হোসেন রানা, প্রচার সম্পাদক মোঃ রিফাত ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সায়েম তুহিন, জয়পুরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ আহসান হাবীব, সদস্য সচিব শাহরিয়াদ আলম, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী সহ আরো অনেকে।