মোঃ নাজমুল ইসলাম নয়ন, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার সদর উপজেলা পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত চারুবাবুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬০ (নয়শত ষাট) টি মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক কৃত মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪৬), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল, সাং- পশ্চিম শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর । ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা স্বীকার করে যে,
সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর-সীমান্তর্বী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। র্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।