গোপালগঞ্জের কোটালীপাড়া মাঘী পূর্নীমা তিথী উপলক্ষে হয়ে গেলো বার্ষিক মহোৎসব ও বাউল গান। উপজেলার খাগবাড়ী চিন্ময় গোস্বামীর সুখ সেবা আশ্রমে এর উদ্বোধন করেন, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রামশীল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জগদীশ বালা, ইউনিয়ন যুবলীগের সভাপতি তমল বাড়ৈ। সঞ্চালনাায় ছিলেন আশ্রমের সাধারন সম্পাদক শিক্ষক লিটন জয়ধর । পরে গোপালগঞ্জ ভবা পাগলা একাডেমী সহ বিভিন্ন জেলার বাউল শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করেন ।