মোঃআব্দুল মান্নান খান, মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামের আঃ রাজ্জাক মীরের পুকুরের উত্তর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় বুধবার দুপুরে অজ্ঞাতনামা(৩০) পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই এলাকা থেকে মুঠোফোনে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়।তার গায়ে ম্যাক্সি,গলায় লাল ওড়না ও লুঙ্গি পরা ছিল। নারীর চোখের পাশে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়া পুলিশ তার স্বজনের খোঁজে তাদের নিজস্ব ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছে।
ওসি স্বপন কুমার আইচ বলেন,লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ক্যাপশনঃ উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারীর লাশ।