নুরুল আমিন দুলাল ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফফার করোনা ভাইরাসে নয়, ভাইরাল নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। প্রাপ্ত তথ্যমতে গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সিভিল সার্জন অফিসের দায়িত্বশীল কর্মকর্তা এএইচএম ফারুক নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রেজাল্ট এসেছে। গত(সোমবার) ঢাকায় সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান রেজাল্ট মতে তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত। তবে আবারো আরটি- পিসিআর করোনা টেস্ট করতে সাজেস্ট করেছেন তার চিকিৎসক।
স্যাম্পল প্রদান করা হয়েছে। তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। এদিকে সোমবার (২২ জুন) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন মোবাইল ফোনে লক্ষ্মীপুরের কয়েকজন সাংবাদিককে নিশ্চিত করেছিলেন যে, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন করোনায় আক্রান্ত। তার দেয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের স্থানীয় গণমাধ্যমসহ কয়েকটি জাতীয় গণমাধ্যমে সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।