সাজেদুর রহমান, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে সোমবার সকালে নিজ ঘর থেকে বর্ষা নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্ষা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে এবং রামাগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন আলী বর্ষার পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বিকলে পরিবারের সাথে অভিমান করে নিজ ঘরে যায়। পরে কোন এক সময় সে বিষ পান করে আত্নহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরও জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।