ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন টু্ইটে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ দেখতে পায়, পরে টেস্ট করলে তা পজেটিভ আসে।
এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন , তিনি সম্প্রতি এক হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সাথে দেখা করেন এবং তাদের সাথে সৌজন্য বিনিময় করেন এবং হাত মেলান । হতে পারে সেখান থেকে তার শরীরে এ ভাইরাসটি আক্রমন করেন।
তিনি আরও জানান, করোনা ধরা পরার পর তিনি আইসোলেশনে আছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সরকার পরিচালনা করবেন।
Over the last 24 hours I have developed mild symptoms and tested positive for coronavirus.
I am now self-isolating, but I will continue to lead the government’s response via video-conference as we fight this virus.
Together we will beat this. #StayHomeSaveLives pic.twitter.com/9Te6aFP0Ri
— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) March 27, 2020