মোঃ ইলিয়াস মোল্যা, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান মিয়া (বিপিএম)। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার পূজা মন্ডব পরিদর্শন করেন।
পরির্দশনের সময় চারটি মন্দিরে চারটি তাপমাত্রা মাপার যন্ত্র ও মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পূজা মন্ডবে প্রবেশ করবেন না।
পূজা মন্ডবগুলোতে কঠোর নিরাপত্তা দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী (সার্কেল) আনিচুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা, সাধারণ সম্পাদক প্রণব কুমার সিকদার, সহসভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্জ, সদস্য নিখিল কুমার সাহাসহ পূজা মন্ডব কমিটির সদস্যরা।