পারভেজ আলী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দাড়িয়াপুর গ্রামের মজনু মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধীকে ধর্ষনের অভিযোগ।
এ নিয়ে থানায় মামলা করেছে প্রতিবন্ধীর মা মরিয়ম বেগম।
গতকাল (শনিবার) রাতে ঐ প্রতিবন্ধীর মা বাদী হয়ে বেলকুচি থানায় মজনু মন্ডলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম প্রতিবেদকের কাছে জানান, গতকাল রাতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ আনে।
দাড়িয়াপুর গ্রামের মজনু মন্ডল নামের একজনের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
আমরা মামলা সাথে সংশ্লিষ্ট বিষয়াদী ক্ষতিয়ে দেখছি আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।