বীরের বেশে জন্মভূমি কুড়িগ্রামে ফিরলো অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটার শাহীন আলম। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কুড়িগ্রামে আসলে হাজারো ক্রিকেট ভক্ত ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থা সহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সম্বর্ধনা জানায়। পরে ক্রিকেটার শাহীন স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। এরপর সমর্থকরা খোলা গাড়িতে তাকে নিয়ে শহর প্রদক্ষিন করে তার গ্রামের বাড়িতে নিয়ে যান।