করোনাভাইরাস প্রতিরোধে একটি থার্মাল স্ক্যানার মেশিন আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছেছে। ইতিমধ্যে থার্মাল স্ক্যানার মেশিনটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বসানোর কাজ শুরু হয়েছে। বসানোর পর এই স্ক্যানারের মধ্য দিয়ে যাত্রীদের বের করা হবে।
এ ব্যাপারে বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফ প্রথম আলোকে বলেন, ‘থার্মার স্ক্যানার দুপুরে চলে এসেছে। এটি বসানোর কাজ চলছে।’
জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, প্রথমে চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের জন্য দুটি স্ক্যানার দেওয়ার কথা ছিল। কিন্তু সমুদ্রবন্দরেরটি পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগে বিমানবন্দরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে করোনার লক্ষণ আছে, এ রকম যাত্রী শনাক্ত সহজ হবে।’